গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্দির ভিত্তিক শিশু ো গণশিক্ষা কার্যক্রম-৪র্থ পর্যায়
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
৪২৫,আসাদ কমপ্লেক্স (৪র্থ তলা), প্রধান সড়ক,
কক্সবাজার জেলা কার্যালয়, ফোন-০৩৪১-৫২৩৯৩
নং- ১৬.০৫.২২০০.১০১.১১.০০৯.১৫- তারিখ- ২৩.০৪.১৫খ্রিৰ
শিক্ষক নিয়োগ বিঞ্জপ্তি
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত মন্দির ভিত্তিক শিশু ো গণশিক্ষা কার্যক্রম- ৪র্থ পর্যায় শীর্ষক প্রকল্পের অধীনে উল্লেখিত মন্দিরের জন্য নিম্ন লিখিত শর্ত ো যোগ্যতা মোতাবেক আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
ক্রমিক নং | শিক্ষা কেন্দ্রের নাম ো ঠিকানা | পদের নাম | পদের সংখ্যা | মাসিক সম্মানীর পরিমাণ |
০১ | শ্রী শ্রী হরি মন্দির, দক্ষিণ পাতলী, পি, এম, খালী কক্সবাজার সদর। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
০২ | খুরুশকুল শীলপাড়া হরি মন্দির, খুরুশকুল, কক্সবাজার সদর। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
০৩ | শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির, পূর্ব হিন্দু পাড়া, কক্সবাজার সদর। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
০৪ | শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির, উত্তর হিন্দু পাড়া, কক্সবাজার সদর। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
০৫ | রামকৃষ্ণ সেবাশ্রম, কক্সবাজার সদর। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
০৬ | শ্রী শ্রী কৃষ্ণ অদ্বিতীয় কেন্দ্রীয় হরি মন্দির, নতুন পাড়া, চকরিয়া, কক্সবাজার। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
০৭ | শ্রী শ্রী কৃষ্ণ সার্বজনীন হরি মন্দির, উত্তর বুড়ি পুকুর, চকরিয়া, কক্সবাজার। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
০৮ | পশ্চিম উমখালী ধরপাড়া দূর্গা মন্দির, রামু, কক্সবাজার। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
০৯ | শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, কাউয়ারখোপ, রামু কক্সবাজার। | কেন্দ্র শিক্ষক | ০১ | =২,৩০০/- |
শর্তাবলীৰ
(১) প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, অভিজ্ঞতা(যদি থাকে), উল্লেখ পূর্বক লিখিত আবেদন করতে হবে, আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি ো চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ/ভোটার আইডি কার্ড এর কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ১০/০৫/২০১৫ খ্রিৰ. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সহকারী পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ো গণশিক্ষা কার্যক্রম- ৪র্থ পর্যায়, কক্সবাজার জেলা কার্যালয়, ৪২৫, আসাদ কমপ্লেক্স (৪র্থ তলা), কক্ষ নং- ৩১২, প্রধান সড়ক, কক্সবাজার এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে জমা দেয়া যাবে।
(২) প্রার্থীর বয়স ১৮ হতে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
(৩) কর্মকালে শিক্ষক সম্মানী হিসেবে মাসিক =২,৩০০/- টাকা ো সম্মানীর সমপরিমাণ বছরে ০২টি উৱসব ভাতা প্রদান করা হবে।
(৪) প্রার্থীকে নূন্যতম এস, এস, পি পাস হতে হবে।
(৫) প্রার্থীকে অবশ্যই সনাতন ধর্মের অনুসারী হতে হবে।
(৬) প্রার্থীকে যতদূর সম্ভব মন্দির /সংশ্লিষ্ট শিক্ষাকেন্দ্র এলাকার অধিবাসী হতে হবে।
(৭) লিখিত পরীক্ষার সময় ো তারিখ টেলিফোনে অথবা প্রবেশ পত্রের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
(৮) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল জেলা কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হবে।
(৯) লিখিত পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীগণ লিখিত পরীক্ষার প্রবেশ পত্র দ্বারা, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূলকপিসহ মেৌখিক পরীক্ষার অংশগ্রহণ করবেন।
(১০)প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ, ডিএ, প্রদান করা হবে না।
(মোহাম্মদ ছিদ্দিকী)
সহকারী পরিচালক
মন্দির ভিত্তিক শিশু ো গণশিক্ষা কার্যক্রম- ৪র্থ পর্যায়
কক্সবাজার জেলা কার্যালয়
৪২৫, আসাদ কমপ্লেক্স (৪র্থ তলা), প্রধান সড়ক, কক্সবাজার।